জনাব প্রফেসর এ.কে.এম. আবদুল মাননান হেড মাওলানা সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা। |
১৭৮০ খ্রিষ্টাব্দে ইসলামি শিক্ষা-সংস্কৃতির বিকাশ ও উন্নয়ন কল্পে ইষ্টইন্ডিয়া কোম্পানির বড় লাট ওয়ারেন হেস্টিংস -এর পৃষ্ঠপোষকতায় কোলকাতায় “মাদ্রাসা-ই-আলিয়া” প্রতিষ্ঠিত হয়। ১৯২৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ইংরেজ অফিসারগণ মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। ১৯৪৭ খ্রিষ্টাব্দে ভারতবর্ষ স্বাধীন হলে প্রতিষ্ঠানটি শিক্ষকমন্ডলী, বই-পুস্তক ও আসবাবপত্রসহ কোলকাতা থেকে ঢাকায় স্থানান্তরিত হয়। ভারত উপমহাদেশে সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকা একটি ঐতিহ্যবাহী ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে সুপরিচিত। দেশের শিক্ষাঙ্গনে এ মাদ্রাসার অবদান ও ঐতিহ্য অসামান্য। আশা করি এ মাদ্রাসার ছাত্ররা প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরে নিজেদের নিয়োজিত করতে সক্ষম হবে। আমি তাদের মঙ্গল কামনা করি।
জনাব প্রফেসর এ.কে.এম. আবদুল মাননান |