ALIM ADMISSION

Alim Admission Group
Class Roll No.
Student's Name
Father's Name
Mother's Name
Student/Guardian Mobile No.
Student Type
Save and Go to Next Step

ভর্তি নির্দেশনা


1. সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় নির্বাচিত আলিম শ্রেণির (শিক্ষাবর্ষ ২০২৪-২০২৫) শিক্ষার্থীরা অনলাইন এর মাধ্যমে আবেদন করতে হবে।
2. নির্বাচিত শিক্ষার্থীর Alim Admission Group এবং DAKHIL Roll Number -এর মাধ্যমে আবেদন করতে হবে। এডমিশন ফরমটি সঠিকভাবে পূরণ, ছবি যুক্ত এবং পছন্দ অনুযায়ী ৪র্থ বিষয় নির্বাচন করতে হবে। Confirmed Registration এ ক্লিক করলে ভর্তির আবেদন ফরমটি সম্পন্ন হবে। Online Payment বিকাশ পেমেন্ট-এ ক্লিক করে ভর্তি প্রক্রিয়াটি সম্পূর্ন করতে হবে।
3. অবশ্যই শিক্ষার্থীর ছবি দৈর্ঘ্যXপ্রস্থ= 120X150 এবং সাইজ= সর্বোচ্চ 15kb (এই 15kb এর বেশী হওয়া যাবে না) হবে। ফরম সাবমিট এর পর বিকাশ পেমেন্ট করার আগে খেয়াল রাখতে হবে যেন ছবিটি দেখা যায়। অন্যথায় Edit Student Profile গিয়ে পুনরায় ছবিটিকে আপলোড করতে হবে। সঠিকভাবে ছবি আপলোড না হলে/ফরম অসম্পূর্ণ থাকলে কলেজের ভর্তি প্রক্রিয়াটি সম্পন্ন হবে না।
4. ১৫-০৭-২০২৪ থেকে ২৫-০৭-২০২৪ তারিখের মধ্যে ভর্তি কার্যক্রম অনলাইনের মধ্যমে সম্পূর্ণ করা হবে। ভর্তি কার্যক্রম সম্পন্ন করে ভর্তির আবেদন ফরম, মানি রিসিপট, মার্কশীটের কপি, প্রশংসাপত্রের কপি ও ৩ কপি ছবিসহ উল্লিখিত তারিখের মধ্যে মাদ্রাসার অফিসে এসে জমা দিতে হবে। ভর্তি সংক্রান্ত কাগজপত্র অত্র অফিসে জমা না দিলে ভর্তি বাতিল বলে গণ্য হবে।
5. ভর্তি সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ : 01719-682224 (জনাব এস.এইচ. সিয়াম, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর) 6. উল্লেখ্য, যে সকল শিক্ষার্থী বৃত্তিপ্রাপ্ত হয়েছে তাদের প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।।


সাবধানে নির্বাচন করুন আপনি শুধুমাত্র একবার নির্বাচন করতে পারবেন। এই অপশনগুলো পূরণ করে একবার NEXT বাটনে ক্লিক করে আবেদন ফরম পূরন না করে বের হয়ে গেলে পুনরায় এই অপশনে আর আবেদন করা যাবে না। এই অপশনে একবার প্রবেশ করলে আবেদনটি ভেরিফাই হয়ে যাবে। সুতরাং যারা এই অপশনে একবার প্রবেশ করবে কিন্তু আবেদন ফরম পূরণ না করে বের হয়ে যাবে তারা পরবর্তীতে Alim Login মেনুতে ক্লিক করে ID/Mobile no এবং Password :- যেমন: ভর্তি পরীক্ষার রোল দিয়ে Login করে আবেদন সম্পন্ন করতে পারবে।